Ghanta Khanek Sange Suman: মালদা-মুর্শিদাবাদের ঘটনা নিয়ে এবার ঝাঁপাল কেন্দ্র। মানবাধিকার, মহিলা কমিশন থেকে রাজ্যপাল, সরেজমিনে ঘুরে দেখলেন পরিস্থিতি। দাঙ্গার পেছনে কারা? দাঙ্গার শিকার কারা? শুনলেন অভাব-অভিযোগ। "বিজেপি-শাসিত রাজ্যের ক্ষেত্রে কোথায় থাকে এই তৎপরতা?" প্রশ্ন তৃণমূলের। আর জি করের প্রতিবাদী ডাক্তারদের ক্লিনিকেও শোনা গেল স্বজনহারাদের হাহাকার। 'ঘরছাড়া হিন্দুরা, বাংলার মুখ্যমন্ত্রীর লজ্জা,' যোগীর পর এবার আক্রমণ দিল্লির মুখ্যমন্ত্রীর। ২১-এ পরিচয়, ২৫-এ পরিণয়, বৈশাখী সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ। 'উনি নরম মনের মানুষ,' রাফ-অ্যান্ড-টাফ রাজনীতিক স্বামীকে সার্টিফিকেট কনের। সুকান্ত দিলেন বিয়ের ধুতি, মুখ্যমন্ত্রী পাঠালেন ফুল-মিষ্টি।